শিরোনাম

২০২৫ সালের হজে শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে
ছবি : সংগৃহীত

২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) গালফ নিউজ-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “প্রতি বছর হজের সময় তীব্র ভিড়ের কারণে শিশুদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। তাদের সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করতে হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।”

এছাড়া, এবারের হজে অগ্রাধিকার পাবেন তারা, যারা আগে কখনও হজ পালন করেননি। সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসকারীদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে ২০২৫ সালের হজ নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা ও মাহরাম পরিবর্তনের অনুরোধও অনলাইনে নুসুক অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যাবে।

এ বছর হজযাত্রীদের জন্য নতুন কিস্তি সুবিধা চালু করেছে সৌদি সরকার। অভ্যন্তরীণ হজযাত্রীরা এবার তিন কিস্তিতে হজ প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তিতে বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে ২০% পরিশোধ করতে হবে, দ্বিতীয় ও তৃতীয় কিস্তির ৪০% করে অর্থ যথাক্রমে রমজান ২০শাওয়াল ২০ তারিখের মধ্যে জমা দিতে হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। নুসুক প্ল্যাটফর্ম ব্যবহার করে হজযাত্রীরা তাদের সুবিধামতো প্যাকেজ নির্বাচন, ই-ওয়ালেট রিচার্জসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে পারবেন। প্রতি বছর লক্ষাধিক মুসল্লি হজ পালন করতে সৌদি আরবে যান। তীব্র ভিড় ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এ বছর শিশুদের হজযাত্রীদের সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।