শিরোনাম

চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের সহযোগীরা এখনো দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের পর দেশে আর কোনো অপরাধী বা ষড়যন্ত্রকারী থাকবে না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগে মানবাধিকার ও পরিবেশবিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে জড়িত কেউ যেন জামিনে মুক্তি পেয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষভাবে নজর দিতে হবে। বর্তমানে কিছু গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে, যা আইনশৃঙ্খলার জন্য হুমকি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে হবে, যাতে কোনো সন্ত্রাসী কিংবা ষড়যন্ত্রকারী জামিন নিয়ে আবারও অপরাধে জড়াতে না পারে।

চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অগ্রগতি তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, এরই মধ্যে গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে এবং সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে, যেন কেউ জামিন নিয়ে পুনরায় অপরাধে জড়াতে না পারে।