শিরোনাম

“নাস্তা”: বান্নাহর শর্টফিল্মে হাসিনার স্বৈরশাসনের চিত্র

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
বান্না

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন নতুন শর্টফিল্ম “নাস্তা”। এই শর্টফিল্মে তিনি ফুটিয়ে তুলেছেন স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর নেমে আসা অমানুষিক নির্যাতনের চিত্র।

বিষয়বস্তু

শর্টফিল্মের গল্পটি এমন এক যুবককে ঘিরে, যে স্বৈরশাসনের বিরুদ্ধে কথা বলার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয় এবং নির্মম নির্যাতনের শিকার হয়। যুবকের চরিত্রে অভিনয় করেছেন আরশ খান।

নির্মাতার বক্তব্য

বান্নাহ জানান, “হাসিনার স্বৈরশাসনের সময় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে অনেককেই ধরে নিয়ে যেত পুলিশ। আমি এরকম অনেকের সঙ্গে কথা বলেছি। তাদের সত্য ঘটনা নিয়েই এর গল্প সাজিয়েছি।” তিনি আরও বলেন, “এরকম হাজারো ভুক্তভোগী আছেন, যারা স্বৈরশাসকের ক্রোধের শিকার হয়ে নির্যাতিত হয়েছেন।”

নির্মাণ

“নাস্তা” শর্টফিল্মের গল্প লিখেছেন বান্নাহ নিজেই, এবং চিত্রনাট্য তৈরি করেছেন মোসাব্বের হোসেন মুয়ীদ।

মুক্তি

শর্টফিল্মটি বুধবার আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরি (ইউসিএফ) নামের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ত্রয়ী শর্টফিল্ম

নির্মাতা জানিয়েছেন, “নাস্তা” দিয়ে তিনি শুরু করেছেন। এরপর আসবে “লাঞ্চ” ও পরবর্তীতে “ডিনার”। সবগুলো পর্বের কাজ তিনি শীঘ্রই শুরু করবেন।

“নাস্তা” কেন গুরুত্বপূর্ণ

এই শর্টফিল্মটি সেইসব মানুষদের প্রতিচ্ছবি, যারা স্বৈরশাসনের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর তুলতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। “নাস্তা” শুধু একটি বিনোদনমূলক শর্টফিল্ম নয়, এটি একটি প্রতিবাদের ভাষা, যা সমাজের সেই অন্ধকার দিকগুলির উপর আলো ফেলে যা প্রায়শই গোপন থাকে।

No tags found for this post.