শিরোনাম

সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল: শফিকুল আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে
ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন, সারা দেশে ৮০০-এর বেশি ‘আয়নাঘর’ ছিল। তিনি আরও বলেন, প্রতিটি আয়নাঘর চিহ্নিত করে তদন্তের আওতায় আনা হবে। বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম জানান, আয়নাঘরগুলোর কোনো আলামত নষ্ট করা হয়েছে কি না, তা তদন্ত করছে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তিনি আয়নাঘর পরিদর্শনকে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলে মন্তব্য করেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ ও সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি।