শিরোনাম

শনিবার সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না হামাস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস পূর্ব নির্ধারিত চুক্তির ভিত্তিতে জিম্মি মুক্তির সময়সূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ মুখপাত্র সামি আবু জুহরি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।

আবু জুহরি জানান, হামাস পূর্বের চুক্তি অনুযায়ী জিম্মি মুক্তির সময়সূচি অনুসরণ করবে। তবে তারা শনিবারে সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না।

তার এই বক্তব্য সম্ভবত আলজাজিরার সঙ্গে দেওয়া বড় ধরনের আলোচনার অংশ, যেখানে হামাসের যুদ্ধবিরতি চুক্তি টিকে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাতজ বুধবার সতর্ক করে বলেছেন, যদি শনিবারের মধ্যে হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।

এ বিষয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার মতে, যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়া না হয়, তাহলে এটাই সঠিক সময়। আমি বলব, যুদ্ধবিরতি চুক্তি বাতিল হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা কেবল কয়েকজন জিম্মির পরিবর্তে সবাইকে ফিরে পেতে চাই।’