শিরোনাম

মাগুরার বালিদিয়ায় ৩ দিনব্যাপী ঐতিহাসিক ইসলামি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

মাগুরার বালিদিয়ায় ৩ দিনব্যাপী ঐতিহাসিক ইসলামি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. আলী আফজাল এবং প্রধান বক্তা আল্লামা তারেক মনোয়ার।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজার সংলগ্ন উত্তর পূর্ব মাঠে অনুষ্ঠিত হলো ৩ দিনব্যাপী ঐতিহাসিক ইসলামি সেমিনার। ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) পর্যন্ত চলা এই সেমিনারে দেশবরেণ্য আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ, গবেষক ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আলী আফজাল। তিনি ইসলামিক জ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, “ইসলাম আমাদের জীবনব্যবস্থা, যা সঠিক দিকনির্দেশনা দেয়। কৃষি, বিজ্ঞান ও ধর্ম—এই তিনটি ক্ষেত্রেই আমাদের উন্নতি করতে হবে।”

এছাড়াও, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা আল্লামা তারেক মনোয়ার। তিনি কুরআন ও হাদিসের আলোকে মানুষের জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরে বলেন, “ইসলাম শান্তি, মানবতা ও উন্নতির ধর্ম। নৈতিক শিক্ষার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজ। সেমিনারের মূল লক্ষ্য ছিল কুরআন ও হাদিসের আলোকে সমাজকে আলোকিত করা এবং ইসলামি শিক্ষার প্রচার ও প্রসার ঘটানো।

উল্লেখ্য, সেমিনারটিতে দেশবরেণ্য ইসলামি বক্তারা গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর আলোচনা করেন, যা আগত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সেমিনার শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় |