আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) রাত পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো ও বিস্ফোরক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি (১৪ শাবান ১৪৪৬ হিজরি) রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শবে বরাত উদযাপিত হবে। এ রাতের পবিত্রতা বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞার আওতায় ঢাকা মহানগর এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোসহ বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।