২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব। এই বিশ্বকাপের সময় দর্শক ও সমর্থকদের জন্য মদ্যপান নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বকাপ দেখতে সৌদি আরবে আসা দর্শকদের দেশটির সংস্কৃতিকে সম্মান করা উচিত। টুর্নামেন্ট চলাকালীন সৌদি আরবে কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলগুলোতেও নয়।”
ব্রিটেনের রেডিও স্টেশন এলবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “বর্তমানে সৌদি আরবে অ্যালকোহল নিষিদ্ধ। মদ ছাড়া আনন্দ উপভোগের অনেক উপায় আছে, এটি কোনোভাবেই অপরিহার্য নয়। যদি কেউ মদ্যপান করতে চায়, তবে সেটা সৌদি আরবের বাইরে করতে হবে, কারণ এখানে এর অনুমোদন নেই।”
বিশ্বকাপ আয়োজনে সৌদি আরব নিজ সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই অতিথিদের স্বাগত জানাবে জানিয়ে খালিদ বিন বান্দার আল সৌদ বলেন, “প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা আমাদের সংস্কৃতি বজায় রেখেই সবাইকে স্বাগত জানাবো, অন্যের জন্য নিজেদের নিয়ম পরিবর্তন করবো না।”
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ফিফা কংগ্রেসে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নির্ধারণের জন্য ভোট অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি আরব একমাত্র প্রার্থী থাকায় ফিফা আনুষ্ঠানিকভাবে দেশটির নাম ঘোষণা করে।