সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অষ্টম দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
বৃহস্পতিবার সকালে তারা কাফনের কাপড় পরে আন্দোলনে অংশ নেন।
সকাল ১০টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে দ্রুত নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত শিক্ষকরা।
তাদের দাবি, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী তারা নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের প্রার্থীরা প্রায় এক বছর আগে কর্মস্থলে যোগ দিলেও, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।
কোটা অনুসরণের অভিযোগে নিয়োগ বঞ্চিত ৩১ জন প্রার্থী হাইকোর্টে রিট করলে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন এবং নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার আদেশ দেন।
এই স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আন্দোলনে নেমেছেন এবং তারা জানিয়েছেন, নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।