শিরোনাম

আলিম মাদ্রাসার ৬৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি ড. আলী আফজাল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

মাগুরার মহম্মদপুর উপজেলার বানিয়াবহু কাওড়া কাদেরিয়া আলিম মাদ্রাসায় ৬৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। চার দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল,ও। তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথিরা ছিলেন:
জনাব মোঃ আলমগীর কবীর, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাগুরা।
জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মহম্মদপুর, মাগুরা।
জনাব এ এস এম মাজেদ-উর রহমান, সহকারী পরিদর্শক , জেলা মাধ্যমিক শিক্ষা অফিস , মাগুরা।
জনাব মেহেদী হাসান লিপন, সহ-সভাপতি, ও এ পি পি, জেলা বার কাউন্সিল, মাগুরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আছাদুজ্জামান, অধ্যক্ষ, বানিয়াবহু কাওড়া কাদেরিয়া আলিম মাদ্রাসা।

অনুষ্ঠানের আকর্ষণীয় দিকসমূহ:
চার দিনের এই উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফুটবল, দৌড়, উচ্চ লাফ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কোরআন তেলাওয়াতসহ নানা আকর্ষণীয় ইভেন্ট ছিল।

প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।