শিরোনাম

বনানীতে গাড়িচাপায় ২ পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে নিহতদের সহকর্মীরা সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করছেন।

সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

বনানী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী জাহিদুর রহমান আবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুর্ঘটনার পর পোশাকশ্রমিকরা বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় দুই দিকের সড়ক অবরোধ করেন, যার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও অবরোধ করেন, ফলে এক্সপ্রেসওয়ে থেকে বনানীমুখী যানবাহন নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়ে জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কাজী জাহিদুর রহমান।