মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সোমবার, ১৭ মার্চ ২০২৫ ইং, মিরপুর কাজীপাড়াস্থ কৃষিবিদ গ্রুপের মিলনায়তনে এক হৃদয়গ্রাহী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান কৃষিবিদগণ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ বিভাগের প্রাক্তন মহাপরিচালক কৃষিবিদ জনাব মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সোসাইটির উপদেষ্টা ড. মো. আলী আফজাল। এছাড়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান, উপদেষ্টা কৃষিবিদ ড. মো. আলমগীর, কার্যকরী সদস্য কৃষিবিদ ড. এম এ মান্নান , কৃষি ফাউন্ডেশন চেয়ারম্যান কৃষিবিদ মো. তারিক হাসান এবং সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. রবিউল ইসলাম খানসহ অন্যান্য বিশিষ্ট কৃষিবিদগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শরীফ মো. তসলিম রেজা।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটি বৃহত্তর মিরপুর ও আশপাশের এলাকায় বসবাসরত কৃষিবিদদের মধ্যে ঐক্য ও বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি কৃষিবিদদের পারস্পরিক সহযোগিতা, সামাজিক উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।