শিরোনাম

ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনাকে পেল কানাডা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছেছে কানাডা। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকার পর, পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় কানাডা।

এর আগে, ২০০১ সালে কোপা আমেরিকায় প্রথমবারের মতো খেলতে নেমেই সেমিফাইনালে ওঠার নজির গড়েছিল হন্ডুরাস। এবার, ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা প্রথমবারের মতো কোপা আমেরিকায় অংশ নিয়েই সেমিফাইনালে উঠেছে।

আজ শনিবার টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে দাপুটে শুরু করে কানাডা। ১৩তম মিনিটে জ্যাকভ শাফেলবার্গের গোলে লিড নেয় তারা। ডান প্রান্ত দিয়ে দারুণ এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করেন নাশভিলের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে সালোমন রনডনের বুদ্ধিদীপ্ত এক শটে সমতা ফেরায় ভেনেজুয়েলা। ম্যাচের ৬৪তম মিনিটে কানাডার এক কর্নার থেকে প্রতি-আক্রমণে রূপ দেয় ভেনেজুয়েলা। জন আর্মবুরুর কাছ থেকে বল পেয়ে রনডন প্রতিপক্ষ বক্সের দিকে ছুটে যান। কানাডার গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপিয়াউ অনেকটা সামনে এগিয়ে আসায়, ৩৫ গজ দূর থেকে শট নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান এই স্ট্রাইকার।

নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই কানাডা ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী ১০ জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা।