রাজধানীতে শিশু নিখোঁজের কোনো অস্বাভাবিক তথ্য নেই, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মতামত। সমাজসেবা যোগাযোগের মাধ্যমে প্রচারিত অপ্রমাণিত তথ্যের বিষয়ে অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন জানান, যে এমন কোনো ঘটনা ঘটেনি। সম্প্রতি ফেসবুকে কিছু পোস্টে দাবি করা হয়েছে যে, ঢাকা ও চট্টগ্রামে অস্বাভাবিক ভাবে শিশু নিখোঁজ হচ্ছে। সেসমস্যা সম্পর্কে অতিরিক্ত তথ্য নেই বলে উপস্থাপন করা হয়েছে।
রবিবার, সাংবাদিকরা ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিনকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নিখোঁজের বিভিন্ন তথ্য ছড়িয়েছে, কিন্তু এসবের কোনো নিশ্চিত তথ্য নেই। অধিকাংশই ভিত্তিহীন এবং অসত্য তথ্য বলেছেন তিনি। তাঁর অনুসারে, যারা হারানো গেছেন বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেকেই পরে খুঁজে পাওয়া গেছেন। তবে, তাদের সংখ্যার নির্দিষ্ট তথ্য নেই।
খ. মহিদ উদ্দিন বলেন, “ডিএমপির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে, কোনো অস্বাভাবিক পরিসংখ্যান আমাদের চোখে পড়েনি। প্রতি মাসে স্বাভাবিকভাবে কিছু নিখোঁজের খবর পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াতে ঢাকা মেট্রোপলিটন এলাকার সম্পর্কে যদি কোনো তথ্য দেওয়া হয় তার মানে সেটি সঠিক হতে পারে না।”