শিরোনাম

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সময়সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তানে অনুষ্ঠিত হবে আকর্ষণীয় টুর্নামেন্ট

ওয়ানডে বিশ্বকাপের মাঝেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আসরে অংশগ্রহণকারী আট দল চূড়ান্ত হয়েছিল। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে শুরু হওয়ার কথা রয়েছে। সম্প্রতি আয়োজক দেশের ক্রিকেট বোর্ড পিসিবি আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি পাঠিয়েছে।

৭ জুলাই, জনপ্রিয় ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ প্রকাশ করেছে এই প্রস্তাবিত সূচি। তাদের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে।

লাহোরে ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও ভারত মাঠে নামবে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এবং নিউজিল্যান্ড। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল ম্যাচগুলো করাচি এবং রাওয়ালপিন্ডিতে যথাক্রমে ৫ এবং ৬ মার্চ অনুষ্ঠিত হবে। ৯ মার্চ লাহোরে ফাইনাল ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামবে।

২০১৭ সালের পর, দীর্ঘ আট বছর পর আইসিসির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ আসরে, ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবার নিজেদের মাটিতে টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময়সূচি

তারিখম্যাচভেন্যু
১৯ ফেব্রুয়ারিনিউজিল্যান্ড বনাম পাকিস্তানকরাচি
২০ ফেব্রুয়ারিবাংলাদেশ বনাম ভারতলাহোর
২১ ফেব্রুয়ারিআফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকাকরাচি
২২ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডলাহোর
২৩ ফেব্রুয়ারিনিউজিল্যান্ড বনাম ভারতলাহোর
২৪ ফেব্রুয়ারিপাকিস্তান বনাম বাংলাদেশরাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারিআফগানিস্তান বনাম ইংল্যান্ডলাহোর
২৬ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকারাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারিবাংলাদেশ বনাম নিউজিল্যান্ডলাহোর
২৮ ফেব্রুয়ারিআফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ারাওয়ালপিন্ডি
১ মার্চপাকিস্তান বনাম ভারতলাহোর
২ মার্চদক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডরাওয়ালপিন্ডি
৫ মার্চপ্রথম সেমিফাইনালকরাচি
৬ মার্চদ্বিতীয় সেমিফাইনালরাওয়ালপিন্ডি
৯ মার্চফাইনাললাহোর