গত ঈদুল ফিতরে ১১টি সিনেমা মুক্তি পেয়েছিল। গত কয়েক বছরের সংখ্যায় এটা সর্বোচ্চ। এবার মুক্তির দিক দিয়ে সংখ্যা তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। কিছুদিন আগে যদিও শোনা গিয়েছিল, ডজনখানেক ছবি আগামী ঈদে মুক্তি পেতে পারে। তবে এখনো নানা ধরনের হিসাব–নিকাশ চলছে।
গত ১৮ মে পর্যন্ত ৮টি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। শেষ মুহূর্তে সংখ্যাটা আরও কমতে পারে, এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য সব ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে। সম্ভাব্য মুক্তির তালিকায় থাকা ছবি হলো ‘তুফান’, ‘নীলচক্র’, ‘জংলি’, ‘মাসুদ রানা’, ‘এশা মার্ডার’, ‘ময়ূরাক্ষী’, ‘পুলসিরাত’ ও ‘ডার্ক ওয়ার্ল্ড’।
ঈদে মুক্তির তালিকায় থাকা ছবির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ‘তুফান’ ও ‘জংলি’ ঘিরে।
‘তুফান’ ও ‘জংলি’ ছবি দুটি ঈদুল আজহায় মুক্তি চূড়ান্ত। ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তা নিশ্চিত করা হয়েছে। গত মাসের মাঝামাঝি থেকে ভারতে ‘তুফান’ ছবির শুটিং শুরু হয়। এখনো চলছে। যৌথভাবে ছবিটির প্রযোজনায় আছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের ভেঙ্কটেশ ফিল্মস এসভিএফ। ছবির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি যদি না হই, শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, ঈদুল আজহায় তুফান মুক্তি পাবে।
এরই মধ্য ছবির আবহ সংগীতের কাজ ৭০ ভাগ শেষ হয়েছে। শুটিং চলছে, পাশাপাশি সম্পাদনা, গানের কাজও চলছে। বড় কথা, ছবির প্রি–প্রোডাকশনের কাজ আগে থেকেই ভালোভাবে করা থাকলে শুটিং ও পোস্ট–প্রোডাকশনের কাজ সহজেই হয়ে যায়, যা এই ছবিতে আমরা ভালোভাবেই করতে পেরেছি। সব মিলিয়ে বলতে পারি, ঈদুল আজহায় “তুফান” মুক্তি দিতে পারব। এরই মধ্যে ছবিটি চালাতে বেশ আগ্রহী হলমালিকেরা। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।’ রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবিতে তুফান চরিত্রে আছেন শাকিব খান। আরও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু এবং ভারতের মিমি চক্রবর্তী প্রমুখ।
সিয়াম ও বুবলীকে নিয়ে ‘জংলি’ ছবির শুটিংও প্রায় শেষের পথে। ছবির পরিচালক এম রাহিম বলেন, ‘আমরা ছয় মাস আগে থেকেই প্রি–প্রোডাকশনের কাজ শুরু করেছিলাম। শেষ করে তারপর শুরু করেছি শুটিং। কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে শুটিং চলছে। আশা করছি, ঈদের আগেই ছবিটির মুক্তির সব প্রস্তুতি শেষ করতে পারব।’
চর্চিত অন্য ছবির মধ্যে ‘মাসুদ রানা’, ‘নীলচক্র’ ছবিগুলোও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হচ্ছে। এসব ছবির পোস্টার লুক, শুটিং সেট থেকে ফাঁস হওয়া অভিনেতার ছবি, ছবির ফেনমেড পোস্টার ফেসবুকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে আলোচনা চলছে।