শিরোনাম

সেমিফাইনালে গোল করে আরও একবার রেকর্ড বুকে মেসি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

কোপা আমেরিকায় গোল করে রেকর্ড গড়লেন লিওনেল মেসি

কোপা আমেরিকার চলতি আসরে গোলের খরা কাটাতে বেশ বেগ পেতে হয়েছে লিওনেল মেসিকে। একের পর এক সুযোগ মিস করায় তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু দেড় যুগেরও বেশি সময় ধরে ফুটবলের এই যাদুকর তার বাঁ পায়ের জাদুতে মোহিত করে রেখেছেন গোটা বিশ্বকে। বিশ্বকাপজয়ী এই অধিনায়ক এবারও একটি রেকর্ড করে ফেললেন।

মাংসপেশির ইনজুরি বেশ ভুগিয়েছে মেসিকে। তারপরও আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছিলেন, মেসি শতভাগ ফিট না থাকলেও সেমিফাইনালে খেলবেন। সেইমতো কানাডার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নেমে ৫১ মিনিটে গোল করেন মেসি। এই গোলেই তিনি ফুটবলের ইতিহাসে জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ইরানের কিংবদন্তি আলী দাঈ-এর ১০৯ গোলের রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন এই তারকা।

জাতীয় দলের হয়ে ১৮৬তম ম্যাচে ১০৯তম গোল করলেন মেসি। তার সামনে এখন আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি পর্তুগালের হয়ে ১৩০ গোল করেছেন। আর এক গোল করলেই আলী দাঈকে পেছনে ফেলে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হবেন মেসি।

কানাডার বিপক্ষে এই গোলের মধ্য দিয়ে মেসি ৩৮টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করলেন। প্রতিযোগিতামূলক খেলায় গোল পেয়েছেন ২১টি ভিন্ন দেশের বিপক্ষে। ২০০৭ সাল থেকে এটি তার ষষ্ঠ কোপা আমেরিকায় গোল। শুধু ঘরের মাঠে ২০১১ সালে তিনি গোল পাননি। কোপা আমেরিকায় এখন পর্যন্ত ১৪টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেসি। সবার উপরে আছেন মেসির স্বদেশী নরবার্ট মেন্ডেজ এবং ব্রাজিলের জিজিনহো।