কোপা আমেরিকার ফাইনালে প্রথমবার মঞ্চ মাতাবেন শাকিরা: আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনাল
কোপা আমেরিকার ফাইনালে প্রথমবারের মতো মিউজিক শো উপস্থাপন করবেন কলম্বিয়ান গায়িকা ও মডেল শাকিরা। আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল, যেখানে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ম্যাচটির হাফটাইমে শাকিরা তার জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করবেন।
আর্জেন্টাইন সাংবাদিক হুয়ান এতচেগোয়েনের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালে শাকিরা ৫ মিনিটের পারফর্মেন্সের জন্য ২ মিলিয়ন মার্কিন ডলার নেবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৩ কোটি টাকা। রবিবার রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্যবিরতিতে শাকিরার পারফর্মেন্স অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
শাকিরা ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেন। তার জনপ্রিয় অ্যালবাম ‘হিপস ডোন্ট লাই’ সহ আট কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বজুড়ে। গত মার্চ মাসে তার দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘উইমেন নো লংগার ক্রাই’ প্রকাশ পেয়েছে। শাকিরা সুপার বোল এবং তিনটি ফুটবল বিশ্বকাপে পারফর্ম করেছেন, তবে এবারই প্রথমবারের মতো কোপা আমেরিকার মঞ্চ মাতাবেন।