আনহেল ডি মারিয়া আগেই ঘোষণা দিয়েছিলেন যে এবারের কোপা আমেরিকা শেষে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। ফাইনালের আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাকে বিদায়ী সংবর্ধনা জানিয়ে বিশেষ জার্সি উপহার দেয়। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ‘মিস্টার ফিদেও’ খেতাবের মান রেখেছেন তিনি। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপা জিতেছে, এবং ডি মারিয়া হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনালে উত্তেজনা ছিল তুঙ্গে। কলম্বিয়ার কিছু সমর্থকের উগ্র আচরণের কারণে বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে যায়, যা ম্যাচ শুরু হতে প্রায় দেড় ঘণ্টা দেরি করায়। ৯০ মিনিটের রোমাঞ্চকর লড়াই শেষে ম্যাচটি গোলশূন্য থাকে।
ডেডলক ভাঙে ম্যাচের ১১২তম মিনিটে। আসরের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজ বদলি হিসেবে নেমে জিওভানি লো সেলসোর থ্রু বল থেকে একমাত্র গোলটি করেন। মার্টিনেজের ঠাণ্ডা মাথার ফিনিশ আর্জেন্টিনাকে জয়ের পথে এগিয়ে দেয় এবং কলম্বিয়াকে তিক্ত পরাজয়ের দিকে নিয়ে যায়।
ম্যাচ শেষে আর্জেন্টিনার ১৬তম কোপা আমেরিকা শিরোপা জয়ের আনন্দে ডি মারিয়াকে ম্যান অব দ্য ফাইনাল ঘোষণা করা হয়। যদিও তিনি ফাইনালে কোনো গোল করতে পারেননি, তবুও তিনি আক্রমণভাগকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৬৬ মিনিটে লিওনেল মেসি ইনজুরির কারণে মাঠ ছাড়ার পর ডি মারিয়া আক্রমণের প্রধান চালিকাশক্তি হয়ে ওঠেন। ফুটবলবিধাতা হয়তো এভাবেই ডি মারিয়ার বিদায়ের গল্পটা লিখেছিলেন।