রাজধানীর মহাখালী রেলগেটে রেললাইন অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে রেললাইনের দুপাশে দুটি ট্রেন আটকে আছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ শুরু হয়। বেলা ২টার দিকে রেলগেটের দুই পাশে দুটি ট্রেন আটকে থাকতে দেখা যায়। শিক্ষার্থীরা জানান, ট্রেন দুটি এক ঘণ্টা ধরে আটকে আছে। শিক্ষার্থীদের অবরোধের ফলে মহাখালী রেলগেট সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
একটি ট্রেনের চালক ওয়ারেস আলী প্রথম আলোকে বলেন, বনলতা নামের ট্রেনটির গন্তব্য রাজশাহী। বেলা ১টা ৫০ মিনিটে ট্রেনটি মহাখালী রেলগেটে এসে আটকে যায়।
কোটা সংস্কার ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়, উত্তরা, নতুন বাজার, মেরুল বাড্ডা, বসুন্ধরা, মিরপুর ১০ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে।
কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর একাধিকবার হামলা চালায়। রাত নয়টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।
এ ছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেন। শিক্ষার্থীরা বলেছেন, সেখানে তাঁদের ছাত্রলীগ পেটায়। পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়।