সদ্য ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প ছাড়াও একাধিক মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর শাসনাধীন ইসরায়েল গত অক্টোবর মাস থেকে হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত, এই যুদ্ধে গাজা প্রকম্পিত হচ্ছে। এরই মাঝে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প দিয়েছেন বড় বার্তা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে।’ ডেমোক্র্যাটদের সমালোচনার সুর আরও চড়িয়ে ট্রাম্প বলেন, ‘আমরা যদি জয়ী হই, এটা খুব সহজ ব্যাপার হবে। সব ঠিকঠাক কাজ হবে, খুব তাড়াতাড়ি হবে। আর যদি জয়ী না হই, তাহলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে, এমনকি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।’
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রচারে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে তুলে ধরা হয়েছে। সদ্য আমেরিকার মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাৎ হয়। সেখানে নেতানিয়াহু যে টুপিটি পরেছিলেন, সেটি তাৎপর্যপূর্ণ। টুপিতে ইংরেজিতে লেখা ছিল ‘টোটাল ভিক্টরি’, অর্থাৎ ‘সম্পূর্ণ জয়’, যা ইসরায়েল বনাম হামাস যুদ্ধের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক।
অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাতের পর যে সুর শোনা গেছে, তার থেকে সম্পূর্ণ ভিন্ন সুর দেখা গেছে কমলা হ্যারিস ও নেতানিয়াহুর বৈঠকে। কমলা হ্যারিস সেই সাক্ষাতের পর বলেন, গাজায় যা হয়েছে, তা ধ্বংসাত্মক। তিনি নেতানিয়াহুর কাছে গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান। এই মন্তব্যের জন্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে ট্রাম্প ‘মৌলবাদী বামপন্থী’ বলে কটাক্ষ করেছেন।