শিরোনাম

চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে
মোবাইল ইন্টারনেট সেবা চালু হলো

অবশেষে দেশে চালু হলো মোবাইল ইন্টারনেট। আজ বিকেল ৩টা থেকে ফোরজি সেবা শুরু হয়েছে।

এর আগে, রবিবার সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, আজ বিকেল ৩টা থেকে ফোরজি সেবা চালু হবে এবং পরবর্তীতে ৫জি সেবাও চালু করা হবে।

তিনি জানান, সম্প্রতি মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায়, সংযোগ চালুর পর গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। এই সুবিধা সব মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিন রাত ৯টার পর সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। আজ থেকে মোবাইল ইন্টারনেট সেবাও চালু হলো।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •