শিরোনাম

“গাড়ির কাগজপত্রের মেয়াদ বাড়াল বিআরটিএ”

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে
গাড়ির কাগজপত্রের মেয়াদ বাড়াল বিআরটিএ

সার্ভার ক্ষতির কারণে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাড়ির সব কাগজপত্রের মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গত ১৮ ও ১৯ জুলাই রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর ফলে বিআরটিএর সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। এজন্য ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় এবং গাড়ি নিবন্ধন প্রক্রিয়া পরিচালনা করা সম্ভব হচ্ছে না।’

‘গত ১৯ জুলাই যেসব গ্রাহকের কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে অথবা আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হবে, সেসব কাগজপত্রের বৈধতা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল করার চেষ্টা চলছে।’

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •