বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার (৪ আগস্ট) শাহবাগে শহীদ মিনারে একটি সমাবেশ এবং মঙ্গলবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঠানো বিবৃতিতে জানানো হয়, আগামী ৫ আগস্ট (সোমবার) সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়া স্থানসমূহে স্মৃতিফলক উন্মোচন করা হবে। ঢাকায়, সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে মঙ্গলবার (৬ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে সারাদেশের ছাত্র, নাগরিক এবং শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টায় শাহবাগে আন্দোলনকারীরা জড়ো হবে। ‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা’ স্লোগানে সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয়। আরও বলা হয়, যদি ইন্টারনেট বন্ধ হয় বা সমন্বয়কদের গুম-গ্রেফতার করা হয়, তবুও এক দফা দাবির জন্য সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই শান্তিপূর্ণভাবে রাজপথে থাকবে।