বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকালে রাষ্ট্রপতি পুলিশ সদস্যদের উন্নত মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন এবং ময়নুল ইসলামকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অরাজকতা ও লুটপাট বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
এর আগে, মঙ্গলবার (৬ আগস্ট) মো. ময়নুল ইসলামকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১২তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন।