শিরোনাম

জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

এর আগে বৃহস্পতিবার রাতে ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি একটি নতুন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জনগণ গণতন্ত্র, সুবিচার, মানবাধিকার, নির্ভয়ে মতপ্রকাশের স্বাধীনতা এবং সবার জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের সুযোগ উপভোগ করবেন। এটাই আমাদের সরকারের লক্ষ্য, এবং এই লক্ষ্য অর্জনে আমরা জনগণের সহযোগিতা কামনা করি।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার বিজয় সারাবিশ্বকে অবাক করেছে। আমরা এই অর্জনকে আরও বহুদূর এগিয়ে নিতে চাই। সমৃদ্ধ বাংলাদেশের জন্য আমাদের তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, তবে আমাদের বিজয় নিশ্চিত হবে।”

প্রসঙ্গত, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার, ড. ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

No tags found for this post.