শিরোনাম

বিজ্ঞাপনে ড. ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা 

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

প্রচারমাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

প্রচারমাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। শুক্রবার (৯ আগস্ট) কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্তায় জানানো হয়, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি পত্রিকাসহ কোনো ধরনের মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় ব্যবহার নিষিদ্ধ করা হলো।” অর্থাৎ, এখন থেকে বিজ্ঞাপন বা শুভেচ্ছা বার্তায় ড. ইউনূসের ছবি ব্যবহার করা যাবে না।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ হিসেবে দেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের পর জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

ড. ইউনূস তার ভাষণে বলেন, “অপরাধে যুক্ত যারা বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়েছে, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এটি সব মন্ত্রণালয়, সংস্থা, এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য।”

তিনি আরও বলেন, “প্রত্যেকটি প্রতিষ্ঠান ও সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করে দ্বিতীয় স্বাধীনতার সুফল ভোগ করবেন এবং দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। আমি সবাইকে নির্ভয়ে এবং আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

No tags found for this post.