বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন যে, তার ক্ষমতাচ্যুতির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন দ্বীপ হস্তান্তরের ব্যাপারে না মানার কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শেখ হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পাঠানো বার্তায় বলেন, “আমি পদত্যাগ করেছি যাতে আমার দেশের রাস্তায় লাশের মিছিল না হয়। শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। আমি পদত্যাগ করেছি তার আগে।”
শেখ হাসিনা দাবি করেছেন, আমেরিকার নির্দেশে বঙ্গোপসাগরে একক আধিপত্য প্রতিষ্ঠার জন্য সেন্ট মার্টিন দ্বীপ হস্তান্তর না করার পরিণতি হিসেবে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
তিনি আরও সতর্ক করেছেন যে, দেশের জনগণ যেন মৌলবাদীদের দ্বারা প্রভাবিত না হয়।
নিজের দেশে ফিরে আসার আশাও প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি বিশ্বাস করেন, আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং আবারও দাঁড়াবে। তার দলের অনেক নেতা হত্যার শিকার হওয়া এবং ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।