দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির রেড ফোর্টে দেওয়া ভাষণে মোদি এসব কথা বলেন।
মোদি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতীয় উদ্বিগ্ন। তিনি আশাপ্রকাশ করেছেন যে, বাংলাদেশ শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক করবে এবং সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে।
শেখ হাসিনার সরকারের পতনের পর তিন দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। এই সময়ে ঢাকাসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ ওঠে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫২টিতে সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা ঘটে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয় লাভ করে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র বিক্ষোভের পর জুলাই ও আগস্টে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর ফলে সরকার গঠনের মাত্র সাত মাস পরেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন।