শিরোনাম

 আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ : সমাজকল্যাণ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
 আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ: সমাজকল্যাণ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পরিবারের তথ্য সংগ্রহ করে পুনর্বাসন করা। এমনটাই জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সোমবার (১৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, কোনো হাসপাতালে আহতদের বিল নিয়ে সমস্যা হলে, বা চিকিৎসায় গাফিলতি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ডাটাবেজ তৈরির জন্য সাংবাদিকদের সহায়তা চেয়েছেন তিনি।

শারমীন এস মুরশিদ আরও জানান, সরকারি হাসপাতালগুলোতে নিম্নমানের সেবা প্রদান করা হলে তা বরদাশত করা হবে না এবং এসব হাসপাতালের কার্যক্রম কঠোরভাবে নজরদারি করা হবে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •