শিরোনাম

সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে
সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

দীপু মনিকে সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাত আটটার দিকে তাঁর গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে।

ডিএমপির একজন কর্মকর্তা জানান, দীপু মনিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তাঁকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন।

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ছাত্র–জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতাই আত্মগোপনে চলে গেছেন। আত্মগোপনকারীদের মধ্যে অনেক সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, যাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।