শিরোনাম

এবার এমবাপের বেতন-বোনাস আটকে দিল পিএসজি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

ফ্রি এজেন্ট হয়ে এমবাপে পিএসজি ছাড়ার বিষয়টি মেনে নিতে পারছেন না ক্লাব মালিক নাসের আল খেলাইফি।

অনেক বছর ধরেই এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন ছিল। তবে কোনো না কোনোভাবে তাকে আটকে রাখত প্যারিসের ক্লাবটি। কিন্তু এবার মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়েই পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপে, যা নিয়ে বেজায় ক্ষুব্ধ ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি। এমনকি তার বেতন-বোনাসও আটকে দিয়েছেন তিনি।

বুধবার ফরাসি সংবাদমাধ্যম লা’কিপ এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি এমবাপেকে। একই সঙ্গে গত ফেব্রুয়ারিতে যে বোনাস পাওয়ার কথা ছিল তার, সেটাও আটকে দিয়েছে ক্লাবটি। ফলে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন বিশ্বকাপজয়ী এই তরুণ।

সবমিলিয়ে পিএসজিতে এমবাপের শেষ সময়গুলো বেশ জটিল হয়ে উঠছে। লা’কিপের সূত্র মতে, বেতন ও বোনাস মিলিয়ে ক্লাবটির কাছে প্রায় ৮০ মিলিয়ন ইউরো পাবেন এমবাপে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে প্যারিসিয়ান ক্লাব থেকে এই ফুটবলারের বিচ্ছেদ চূড়ান্ত করতে আলোচনায় বসবেন পিএসজি ও এমবাপের আইনজীবীরা।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে জোর গুঞ্জন, এরই মধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হয়ে গেছে এমবাপের। তবে এখনও কোনো কিছুই স্বীকার করেননি দুই পক্ষ। গত ফেব্রুয়ারিতেই স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানায়, সপ্তাহ দুই আগেই এমবাপের সঙ্গে চুক্তির বিষয়টি শেষ করেছে রিয়াল। আর এই চুক্তিটা হয়েছে পাঁচ বছরের জন্য।

সেই প্রতিবেদনে তারা আরও জানিয়েছিল, গত জানুয়ারি থেকেই এমবাপের সঙ্গে যোগাযোগ করে রিয়াল। এমবাপের সম্মতি মিললে তার সঙ্গে কথাবার্তা শুরু হয় ম্যানেজমেন্টের। মূল আলোচনা ছিল বেতন ভাতা নিয়ে। শেষ পর্যন্ত সমঝোতা হলে চুক্তির বিষয়টি পাকা করে ফেলে দুই পক্ষ।

উল্লেখ্য, এর আগে কয়েকবারই এমবাপেকে দলভুক্ত করার অনেক চেষ্টাই করে রিয়াল। কিন্তু তা গুঞ্জন আকারেই থেকে যায়। ২০২২ সালে এমবাপের সঙ্গে চুক্তির খুব কাছে ছিল রিয়াল। তখন তাকে আটকানোর জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বারস্থ হন খেলাইফি। প্রেসিডেন্টের অনুরোধে প্যারিসে থেকে যান এমবাপে।

এদিকে গত ২৫ মে ফ্রেঞ্চ কাপ ফাইনাল শুরুর আগে আরেক দফা এমবাপের সঙ্গে দেখা করতে পিএসজির ড্রেসিংরুমে যান ম্যাক্রোঁ। তারকা ফরোয়ার্ডের গায়ে স্নেহের পরশ বুলিয়ে কিছুক্ষণ কথাও বলেন তিনি। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম যে মুহূর্তটিকে বলছে এমবাপেকে ধরে রাখার ‘শেষ প্রচেষ্টা’।

কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবার আর সফল হননি।