শিরোনাম

জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়েছেন।

বুধবার (২১ আগস্ট) রাতে মোহাম্মদপুরে নানকের বাসায় এই তল্লাশি অভিযান শুরু হয়। প্রথমে শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হন, পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসার নিয়ন্ত্রণ নেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিক্ষার্থীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। তবে, প্রায় এক ঘণ্টা পর সেনাবাহিনী ঘটনাস্থল ত্যাগ করে।

শিক্ষার্থীরা জানান, নানকের বাসায় অস্ত্র থাকতে পারে বা তিনি সেখানে লুকিয়ে থাকতে পারেন এমন সন্দেহে তল্লাশি চালানো হয়। তবে, বাসার ভেতরে কোনো অস্ত্র পাওয়া যায়নি। শিক্ষার্থীরা শুধু চাল এবং কম্বলের বস্তা পেয়েছেন, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের ছবিও দেখতে পান।