নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর বুধবার বিকেলে গণমাধ্যমের সাথে কথা বলেন ফারুক আহমেদ। এই বৈঠকে তাকে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়।
ফারুক আহমেদ, যিনি সভাপতির পদে আসার আগে হাথুরুসিংহের বিদায়ের পক্ষে ছিলেন, নতুন দায়িত্ব গ্রহণের পর বলেন, চন্ডিকা হাথুরুসিংহের চুক্তির মেয়াদ কতদিন তা আমি জানি না। তবে আমি আগের অবস্থানেই আছি, অর্থাৎ আমি তাকে জাতীয় দলের কোচ হিসেবে চাই না। এখন আমি নতুন দায়িত্ব পেয়েছি, তাই বিকল্প খুঁজবো এবং তার চেয়ে ভালো অথবা তার সমমানের কাউকে খুঁজে দেখব।
ফারুক আহমেদ আরও বলেন, আমি সিদ্ধান্ত নিতে আগে সবার সঙ্গে আলোচনা করব, সিইও এবং পূর্ববর্তী কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। আমি এখনও সেই অবস্থানে রয়েছি।
স্থানীয় কোচদের সম্পর্কে ফারুক আহমেদ মন্তব্য করে বলেন, স্থানীয় কোচরা বেশ ভালো কাজ করছেন। তবে আমি একমাত্র সিদ্ধান্তকারী হতে চাই না। আমি দায়িত্ব গ্রহণ করব, তবে অন্যান্যদের সঙ্গেও আলোচনা করব।