শিরোনাম

বাদী জানেন না সাকিব কেন হত্যা মামলার আসামি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীতে নিহত গার্মেন্টস কর্মী রুবেল হোসেনের মৃত্যুর ঘটনায় আদাবর থানায় দায়ের করা মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। কিন্তু মামলার বাদী রফিকুল ইসলাম জানেন না, কেন তার ছেলের হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে।

রফিকুল ইসলাম জানিয়েছেন, মামলার এজাহারে সাকিবকে আসামি করা হয়েছে, কিন্তু তিনি কী কারণে সাকিবকে আসামি করা হয়েছে, তা জানেন না। এজাহারে সই করার বিষয়টি তার দুঃসম্পর্কের ভাতিজা শিবলি আহমেদ দেখেছেন।

গত ৫ আগস্ট সরকারের পতনের দাবিতে একটি মিছিলে অংশ নেন রুবেল। মিছিল চলাকালে গুলিবিদ্ধ হন তিনি এবং পরে ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি নীলফামারীর সদর থানার ধোবা গ্রামের আগাজীপাড়ায়।

২২ আগস্ট, নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় শেখ হাসিনাসহ ১৫৬ ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। সাকিবকে আসামি করার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বাদী রফিকুল ইসলাম এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি, তবে ফোনে জানান যে, তিনি আসামি হিসেবে সাকিবের নাম অন্তর্ভুক্তির কারণ সম্পর্কে কিছু জানেন না।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •