শিরোনাম

সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত চলছে: আইএসপিআর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

রাঙামাটিতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বুধবার (২৮ আগস্ট) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (২৭ আগস্ট) রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনার মূল কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসঙ্গে, সবাইকে উসকানিমূলক বক্তব্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।