দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে আসছেন। যদিও নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি, তবে এটি হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন সরকারের প্রথম কোনো প্রতিনিধি দলের ঢাকা সফর। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান।
সফরকালে তারা প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন।
এর আগে, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে দুইদিনের সফরে ঢাকায় এসেছিলেন ডোনাল্ড লু।