শিরোনাম

মেসি-নেইমারের বন্ধুত্ব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

মেসি-নেইমারের বন্ধুত্ব সকলের জানা। একসময় বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলা এই দুই তারকা এখন আলাদা ক্লাবে থাকলেও তাদের মধ্যে যোগাযোগ অটুট। মেসি এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলছেন এবং নেইমার নাম লিখিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে। যদিও চোটের কারণে নেইমার মৌসুমের বেশির ভাগ ম্যাচে মাঠের বাইরে ছিলেন, তবুও মেসি এবং নেইমারের মধ্যে নিয়মিত কথা হয়।

সম্প্রতি নেইমার জানিয়েছেন, আল নাসরকে হারিয়ে আল হিলাল কিংস কাপ জেতার পর মেসি তাকে মেসেজ পাঠিয়েছেন। নেইমার বলেন, “আমরা অনেক দূরে, কিন্তু আমাদের মধ্যে অনেক কথা হয়। শিরোপা জেতার পরও সে আমাকে মেসেজ পাঠিয়েছে। আমরা একে অপরের জন্য খুব খুশি।”

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি গ্যালারিতে বসে রোনালদোকে খেপানোর জন্য ‘মেসি’, ‘মেসি’ বলে চিৎকার করছেন। মেসির সঙ্গে বন্ধুত্ব নিয়ে নেইমার বলেন, “মেসি একজন দারুণ মানুষ। আমার জন্য আয়নার মতো। সে দারুণ এক আদর্শ। এর বাইরেও আমরা ভালো বন্ধু।”

স্কালোনির ভবিষ্যৎ এবং আর্জেন্টিনার সুখবর

গত বছর বিশ্বকাপ বাছাই চলাকালীন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, তিনি দায়িত্ব আর চালিয়ে যেতে পারছেন না। এরপর নানা জল্পনা-কল্পনার পর স্কালোনি সিদ্ধান্ত নেন, কোপা আমেরিকা পর্যন্ত কাজ চালিয়ে যাবেন। এবার তিনি জানালেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যতদিন চাইবে ততদিন জাতীয় দলের হয়ে কাজ করে যাবেন।

নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পর স্কালোনি জানিয়েছিলেন, কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। এরপর একাধিক বৈঠকের পর তিনি সিদ্ধান্ত নেন, কোপা আমেরিকা পর্যন্ত কাজ চালিয়ে যাবেন। এখন জানালেন, এই আসরের পরও মেসিদের দায়িত্বে থাকতে চান তিনি।

স্কালোনি বলেন, “বছরটা তেমন ভালো কাটেনি এবং আমি অনুভব করছিলাম এখানেই থেমে যাওয়ার সময়। নিজের সব প্রাণশক্তি নিয়ে আজ আমি এখানে। যত দিন এএফএ প্রেসিডেন্ট চাইবেন এখানে আমি থাকি, থাকব।”

জাতীয় দলে থাকা অবস্থায় চোটে পড়েছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়েও কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি চোটের কারণে। তবে মেসির বর্তমান ফিটনেস নিয়ে স্কালোনি বলেন, “ভালো ব্যাপার হচ্ছে মায়ামিতে সে নিয়মিত খেলছে, বিশেষ করে ইনজুরি থেকে সেরে ওঠার পর। সে ফুল ফিট আছে। আগামীকাল সে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবে।”

আগামী ৯ জুন প্রীতি ম্যাচে একুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর তারা খেলবে গুয়েতেমালার বিপক্ষে। এরপর ২০ জুন কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে খেলবে স্কালোনির দল। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ চিলি ও পেরু।