শিরোনাম

রদ্রিগোর গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ব্রাজিলের স্বস্তির জয়: ইকুয়েডরকে হারিয়ে হারের বৃত্ত ভাঙল সেলেসাও

ব্রাজিল অবশেষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে হারের ধারা কাটিয়ে উঠেছে। গত চার ম্যাচে জয়বঞ্চিত থাকা সেলেসাওরা, বিশেষ করে শেষ তিন ম্যাচে টানা হারার পর, ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে জয়ের মুখ দেখেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। তৃতীয় মিনিটেই ফ্রি কিক থেকে ভালো সুযোগ পান রদ্রিগো, তবে লুইস এইহিকের হেডটি ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়। এরপর ৩০তম মিনিটে লুকাস পাকেতার পাস থেকে বল পেয়ে ইকুয়েডরের ডিফেন্ডারকে কাটিয়ে রদ্রিগো শট নেন। বল ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। এই গোলেই এগিয়ে যায় ব্রাজিল।

প্রথমার্ধের শেষ দিকে ইকুয়েডর ভালো একটি সুযোগ পেলেও ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক আলিসন এবং ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস। দ্বিতীয়ার্ধে দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি কিক পেয়ে ইকুয়েডর সমতা ফেরানোর চেষ্টা করে, তবে তা কাজে আসেনি।

এই জয়ে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াল ১০, যা তাদের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নিয়ে এসেছে। অন্যদিকে, ইকুয়েডর ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেছে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

  • usharbani
  • ঊষারবাণী
  • ব্রাজিল
  • রদ্রিগোর
  •