ভারতের তামিলনাড়ু রাজ্যে কম মজুরির প্রতিবাদে অনুমতি ছাড়া ধর্মঘট করায় স্যামসাংয়ের ১০০ জন কর্মী ও ইউনিয়ন নেতাকে আটক করেছে পুলিশ। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চেন্নাই শহরের কাছে অবস্থিত স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের শ্রমিকরা ৭ দিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের আটকের পর তাদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে।
কাঞ্চিপুরমের জেলা কালেক্টরের কার্যালয়ের সামনে মিছিল করার সময়, অনুমতি না থাকায় প্রায় ১০০ জন কর্মীসহ সিনিয়র শ্রমিক প্রতিনিধিদের পুলিশ আটক করে। অন্যদিকে, কিছু কর্মী এখনো কারখানার বাইরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।