সকল জল্পনা কল্পনা ভেঙে অবশেষে আর্জেন্টিনার কোপা আমেরিকার চূড়ান্ত দল থেকে কোচ লিওনেল স্কালোনির সিদ্ধান্তে বাদ পড়লেন ৩ জন তারকা ফুটবলার! কোচ স্কালোনির অধীনে এরই মধ্যে অনুশীলন করেছে স্কোয়াডে থাকা বেশির ভাগ খেলোয়াড়। মূল লক্ষ্য কোপা আমেরিকা হলেও আর্জেন্টিনাকে চোখ রাখতে হচ্ছে এর আগের দুটি প্রীতি ম্যাচের ওপরও। প্রীতি ম্যাচ ও কোপা আমেরিকার প্রস্তুতির পাশাপাশি স্কালোনিকে এখন ভাবতে হয়েছে চূড়ান্ত দল নির্বাচন নিয়েও।
আর্জেন্টিনা কোপার জন্য প্রাথমিকভাবে ২৯ জনের দল ঘোষণা করেছিল। তবে শেষ পর্যন্ত এই স্কোয়াড থেকে আরও তিনজনকে বাদ দিতে হলো আর্জেন্টাইন কোচকে। এরই মধ্যে গোপন সূত্রে আর্জেন্টাইন সংবাদমাধ্যম দারিও ওলে প্রকাশ করেছে কোপা সিরিজ থেকে বাদ পড়া ৩ জন আর্জেন্টাইন সুপারস্টারের নাম।
আর্জেন্টাইন ভক্তদের মনে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা, শেষ পর্যন্ত কোন তিনজনকে বাইরে রেখে দল সাজাবেন স্কালোনি? তাইতো এবার আর্জেন্টাইন সংবাদমাধ্যম দারিও ওলের সাংবাদিক হেরনান ক্লাউসের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে রক্ষণে একটি জায়গার জন্য লড়াই করছেন তিন ডিফেন্ডার। রক্ষণভাগের যে তিনজন খেলোয়াড় কোপার দলে জায়গা পাওয়ার জন্য লড়ছেন, তাঁরা হলেন লুকাস কুয়ার্তা, লিওনার্দো বালের্দি ও ভ্যালেন্টিন বারকো। চূড়ান্ত দল থেকে শেষ পর্যন্ত তিনজনের দুজন বাদ পড়বে।
তবে এর মধ্যে লিওনার্দো বালের্দি ও ভ্যালেন্টিন বারকোকে বাদ দেওয়া হবে। আরেকটি লড়াই হতে পারে আনহেল কোরেয়া ও ভ্যালেন্টিন কার্বনির মধ্যে। এ দুজন মূলত মিডফিল্ডের খেলোয়াড়। তাঁদের দুজন থেকে যেকোনো একজনকে শেষ পর্যন্ত দলের সঙ্গে রাখবেন স্কালোনি। তার মধ্যে আনহেল কোরেয়াকে বাদ দেওয়া হবে। তবে দলের সবাই যদি ফিট থাকেন, তবে আর্জেন্টিনার কোপা আমেরিকার চূড়ান্ত দলে জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেসের থাকা অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছে একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যম।
২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, শুধু কোপা আমেরিকাতেই নয়, আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকেও খেলার ইচ্ছা ছিল ফার্নান্দেজের। মানসিকভাবেও তিনি কোপার পর অলিম্পিকে খেলার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু ফার্নান্দেজের অলিম্পিকে খেলার স্বপ্ন শেষ পর্যন্ত হয়তো পূরণ না-ও হতে পারে। আর্জেন্টাইন সাংবাদিক গাসতন এদুলের বরাতে সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, ফার্নান্দেজ অলিম্পিকে খেলার অনুমতি চেয়ে একাধিকবার তাঁর ক্লাব চেলসির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
কিন্তু শেষ পর্যন্ত ফার্নান্দেজকে অলিম্পিকে খেলার অনুমতি দেয়নি চেলসি। ফলে হাভিয়ের মাচেরানোর দলের হয়ে ফ্রান্সে অলিম্পিক খেলতে যাওয়া না-ও হতে পারে ফার্নান্দেজের। আগামী ২৪ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক, শেষ হবে ১০ আগস্ট। এ সময় ক্লাবগুলো প্রাক্-মৌসুম সফরে ব্যস্ত সময় পার করবে। ফার্নান্দেজ চেলসির বর্তমান দলে অন্যতম নির্ভরযোগ্য তারকাদের একজন। ধারণা করা হচ্ছে, তাঁকে অলিম্পিকে ছেড়ে দিলে নতুন মৌসুমের শুরুতে সেটা চেলসির প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। পাশাপাশি নতুন কোচ এনজো মারেসকাও নাকি চান তারকা খেলোয়াড়েরা শুরু থেকে দলের সঙ্গে থাকুক।