শিরোনাম

চিলিকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

চিলির বিপক্ষে ড্রামাটিক জয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের আশা টিকে রইলো

বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলে চিলির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতেই গোল খেয়ে ব্যাকফুটে চলে গেলেও শেষ মুহূর্তে লুইস এইহিকের দুর্দান্ত গোলের মাধ্যমে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে সেলেসাওরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই চিলির এদুয়ার্দো ভার্গাস গোল করে ব্রাজিলকে চাপে ফেলে দেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ইগো জেসুসের হেডের মাধ্যমে সমতা ফিরে ব্রাজিল। ম্যাচের ৮৯তম মিনিটে লুইস এইহিকের বাম পায়ের বাঁকানো শটে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

এ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন চতুর্থ স্থানে অবস্থান করছে। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ১৯ পয়েন্ট নিয়ে, কলম্বিয়া রয়েছে দ্বিতীয় স্থানে ১৬ পয়েন্ট নিয়ে, আর চিলি ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।