ভারতের সরকার জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, এই সংগঠনটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ইসলামি রাষ্ট্র ও খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। শুক্রবার (১১ অক্টোবর) থেকে হিযবুত তাহরীর কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম প্রকাশ্যে বা গোপনে পরিচালনা করতে পারবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, হিযবুত তাহরীর চরমপন্থা ও সন্ত্রাসবাদ বিস্তারের সঙ্গে জড়িত। সংগঠনটি তরুণদের ভুল পথে চালিত করে সন্ত্রাসী সংগঠন আইএসসহ অন্যান্য জঙ্গি সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধ করছে। এ ছাড়া, তারা সন্ত্রাসী কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহেও যুক্ত রয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা নীতির অধীনে হিযবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, হিযবুত তাহরীর ভারতে আইএসসহ অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে মিলে কাজ করছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে। সাম্প্রতিক অভিযানে সংগঠনটির সক্রিয়তা ধরা পড়ায় ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।