শিরোনাম

ইরানে হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, মার্কিন গোয়েন্দা নথি ফাঁস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে ফাঁস হওয়া একটি মার্কিন গোয়েন্দা নথিতে। জানা গেছে, ইরানে প্রতিশোধ নেওয়ার জন্য হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল—এমন দুটি মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে যুক্ত তিনজনের সূত্রে সিএনএন এ তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তি ফাঁস হওয়া নথির সত্যতা নিশ্চিত করেছেন। মার্কিন এক কর্মকর্তা জানান, নথি ফাঁসের এই ঘটনা গভীর উদ্বেগের। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নথিগুলোর তারিখ ১৫ এবং ১৬ অক্টোবর ছিল। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামে একটি অ্যাকাউন্টে এসব নথি পোস্ট করার পর গত শুক্রবার থেকে তা অনলাইনে ছড়িয়ে পড়ে।

নথিগুলো টপ সিক্রেট হিসেবে নিবন্ধিত ছিল এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও তার ‘ফাইভ আইস’ মিত্রদের এসব নথি দেখার অনুমতি ছিল। ‘ফাইভ আইস’ জোটের সদস্য দেশগুলো হল—অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। একটি নথিতে বলা হয়েছে, মার্কিন ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির মাধ্যমে এটি প্রস্তুত করা হয়েছে এবং ইসরায়েলি বিমান বাহিনী হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে।