শিরোনাম

সুদমুক্ত কৃষিঋণ ও বিনামূল্যে সার-বীজ সরবরাহের দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

দেশজুড়ে বন্যার পানিতে যাদের জমির ফসল নষ্ট হয়েছে, তাদের সঠিক তালিকা প্রস্তুত করে আগামী ফসল উঠা না পর্যন্ত পূর্ণাঙ্গ ত্রাণ সহায়তা প্রদানের দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ফসলের জন্য সুদমুক্ত কৃষিঋণ ও বিনামূল্যে সার, বীজ, কীটনাশক এবং সেচের তেলের ব্যবস্থা করা প্রয়োজন।

রবিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি তোলা হয়। রিজভী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য, হাঁস-মুরগি ও গবাদি পশুর খামারগুলোর সঠিক তালিকা ও ক্ষতি নিরূপণ করে পুনরায় খামার প্রতিষ্ঠার জন্য তাদেরকে সুদমুক্ত ঋণসহ অন্যান্য সহায়তা দিতে হবে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, বন্যায় যাদের বাড়ি-ঘর আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, তাদের তালিকা তৈরি করে ঘর-বাড়ি পুনঃনির্মাণে সহায়তা প্রদান করতে হবে। নদীর বাঁধ ভেঙে যেসব গ্রাম-মহল্লা বিলীন হয়ে গেছে, সেসব স্থানের বাসিন্দারা বর্তমানে উদ্বাস্তু হয়ে পড়েছেন। তাদেরকে সরকারি খাস জমিতে অথবা আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তর করা অত্যাবশ্যক।