শিরোনাম

ইসরাইলের হামলার কঠোর সমালোচনা ইরানের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি সরকারের চলমান বর্বরতা এবং অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন।

রোববার এক বিবৃতিতে ইসরাইলি হামলার সমালোচনা করে বাঘাই বলেন, ‘ইসরাইলি শাসকদের অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা অত্যন্ত লজ্জাজনক। তাদের দায়িত্বহীনতার কারণে প্রতিদিন ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে ইসরাইল।’

তিনি আরও বলেন, ইহুদিবাদী শাসকরা ফিলিস্তিনিদের ওপর তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে কারণ তারা কোনো জবাবদিহিতার সম্মুখীন হচ্ছে না এবং ওয়াশিংটনের সমর্থন পাচ্ছে।

বাঘাই গাজার উত্তরের শহর বেইত লাহিয়ায় ফিলিস্তিনিদের গণহত্যার নিন্দা করেন এবং আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের হামলাকে একটি বিপজ্জনক এবং সংগঠিত পরিকল্পনা হিসেবে অভিহিত করেন।

তিনি আরও সতর্ক করে দেন যে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অব্যাহত ইসরাইলি আগ্রাসনের ভয়াবহ এবং অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে। বাঘাই আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসলামি দেশগুলোর সরকারগুলোকে ইসরাইলের অপরাধ বন্ধে দ্রুত, কার্যকর এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।