শিরোনাম

ইরানে ইসরায়েলের প্রতিশোধের হামলা, বিস্ফোরণে কাঁপছে তেহরান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

প্রতিশোধ হিসেবে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী জানায়, তারা ইরানের সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ চালাচ্ছে। শনিবার (২৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আল জাজিরার খবরে বলা হয়, তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম নিউজ এজেন্সি জানায়, তেহরানের কেন্দ্রে বিমান প্রতিরক্ষার সাইরেন বাজতে শোনা যায়।

এদিকে, ইসরায়েলি নিউজ চ্যানেল ১২ জানায়, ইসরায়েল এখন ইরানে দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইসরায়েলের জনগণ ও দেশের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তবে ইরান সরকার এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এবং হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এর আগে, গত ১ অক্টোবর ইরান থেকে ইসরায়েলে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেদিনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে কঠোর মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন, এবং এর পরপরই ইরানে হামলার খবর এলো।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই হামলায় কোনোভাবে সম্পৃক্ত নয়, তবে প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

  • usharbani
  • ইরান
  • ইসরায়েল
  •