শিরোনাম

মিসরের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি: সংগৃহীত

ইসরায়েলি মন্ত্রিসভার অধিকাংশ সদস্য এবং দেশটির সশস্ত্র বাহিনী গাজায় মিসরের প্রস্তাবিত দুই দিনের যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতার কারণে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে তেল আবিব। এ তথ্য জানিয়েছে মেহের নিউজ।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার মিসরের প্রেসিডেন্ট গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেন। এই প্রস্তাবের উদ্দেশ্য গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ সুগম করা। তবে প্রস্তাবটি গাজার নিয়ন্ত্রক সংগঠন হামাস এবং ইসরায়েলের কাছে পৌঁছানো হয়েছে কিনা, তা সিসি প্রকাশ করেননি।

ইসরায়েলি মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যের সমর্থন থাকা সত্ত্বেও প্রস্তাবটি নেতানিয়াহুর ভেটোর কারণে প্রত্যাখ্যাত হয়েছে। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ‘শুধুমাত্র হামলা চলাকালীন আলোচনাই সম্ভব, অন্য কোনো পরিস্থিতিতে নয়।’

কায়রোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিসি জানান, প্রস্তাবিত দুই দিনের যুদ্ধবিরতিতে হামাস চারজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং এর বিনিময়ে ইসরায়েল নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করবে। এরপর দশ দিনের মধ্যে আলোচনা চালিয়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

  • ইসরায়েল
  • গাজা
  • নেতানিয়াহু
  • মিসর
  •