শিরোনাম

দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের রাজ্যসভার সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী সোমবার (১০ জুন) দিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকটি করেন।
এ সময় সোনিয়া গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ছেলে ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নয়াদিল্লি সফরে রয়েছেন।