শিরোনাম

জাতিসংঘের সংস্থায় ইসরায়েলের নিষেধাজ্ঞা 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ছবি: সংগৃহীত

ইসরায়েলি পার্লামেন্ট সম্প্রতি একটি বিল পাস করেছে, যার মাধ্যমে ইসরায়েল এবং তাদের নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম তিন মাসের মধ্যে নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে ইউএনআরডব্লিউএ কর্মীরা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারবে না। এতে সংস্থাটির গাজা ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

বিবিসি জানায়, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে গাজার সীমান্তগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএনআরডব্লিউএ সেখানে জাতিসংঘের প্রধান সংস্থা হিসেবে কাজ করে।

তবে নতুন আইন কার্যকর হলে ইসরায়েলের মধ্যে ইউএনআরডব্লিউএ কর্মীদের আর কোনও আইনি সুরক্ষা থাকবে না এবং পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদরদপ্তর বন্ধ হয়ে যাবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ বিষয়ে বলেন, এই আইনগুলো বাস্তবায়িত হলে তা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হবে।

ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের আরও দুর্ভোগে ফেলবে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ কয়েকটি দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।